প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায়
প্রতি সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম করতে হলে প্রথমে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে কোন
কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ পায়। যদি নিজে থেকে সিদ্ধন্ত নিতে না পারেন তাহলে
Chatgpt
এর সহযোগীতা নিলে সেখান থেকে অনেক গুলা ধারণা নিতে পারবেন।
আপনি যদি প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায় যজানতে চান তাহলে আমরা আপনাকে দিচ্ছি খুব সহজ
উপায়ে কিভাবে সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম করা যায়। একমাত্র আমরাই আপনাকে
দিচ্ছি আর্টিকেলের মাধ্যমে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। ধাপে ধাপে
সম্পূর্ণ গাইড লাইন নিচে উল্লেখ করা হলো।
পেজ সূচিপত্র [সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকামের উপায়]
লেখালেখি করে ইনকাম করুন
অনলাইন থেকে ইনকামের যদি সব চাইতে সহজ কোনো উপায় থেকে থাকে তা হলো আর্টিকেল বা
লেখালেখি করে ইনকাম। প্রতি সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম করতে হলে আমাদের কে
সর্বপ্রথম একটা ব্লগার ওয়েবসাইট খুলতে হবে। তার পর প্রতিদিন নিয়মিত দুইটা করে
আর্টিকেল লিখতে হবে এবং আপনি যদি খুব তারাতারি আপনার ওয়েবসাইটটিকে রান করাতে চান
তাহলে আপনার আর্টিকেল গুলো নিস আকারে লিখতে হবে।
আপনি যদি অনলাইন সেক্টরে নতুন হয়ে থাকেন তাহলে নিস শব্দটা আপনার কাছে একদম নতুন
মনে হতে পারে। মনে রাখবেন নিস হচ্ছে একটা সাবজেক্ট বা বিষয়। আর্টিকেল লেখার সময়
নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আর্টিকেল লেখাকেই নিস বলা হয়। আপনি যদি নিয়মিত আর্টিকেল
লিখতে থাকেন তাহলে ৩-৪ মাস পর আপনার প্রতি মাসে ৪,০০০/- টাকা বা তার বেশিই ইনকাম
হবে।
আরো পড়ুনঃমেহেদী পাতার বৈশিষ্ট্য ও উপকারিতা
এবং আপনার এই ইনকাম প্রতিনিয়ত বারতেই থাকবে।তবে আর্টিকেল লেখার সময় খেয়াল
রাখতে হবে যাতে বানান গুলো নির্ভূল হয় এবং আপনার লেখা আর্টিকেলটি সম্পূর্ণ
কপিরাইট মুকতো লিখতে হবে। সব সময় অন্যদের থেকে আলাদা লেখার চেষ্টা করতে হবে।
তাহলে খুব দূরতই সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম শুরু হবে।
প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায়
বর্তমানে অনলাঈনে প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায় এর সহজ একটি মাধ্যম হচ্ছে ফেসবুক। মানসম্মত কন্টেন্ট
পাবলিকের সামনে উপস্থাপন করতে পারলে খুব দূতোই ফেসবুকের মাধ্যমে ইনকাম করা সম্ভব।
ফেসবুকে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়। যেমন-
- ভিডিও আপলোড করে
- অন্যের প্রডাক্ট সেল করে
- নিজের পেজে নিজের প্রডাক্ট সেল করে
- স্টার গ্রিফ্ট
এদের মধ্যে সব চাইতে সহজ উপায় হচ্ছে নিজের ভিডিও আপলোড করা। তবে খুব তারাতারি
ইনকামের মাধ্যম হচ্ছে অন্যের প্রডাক্ট সেল করা। এটি ফেসবুক ইনকামের সবচাইতে সহজ
একটি মাধ্যম। আপনার যদি সেল করার মতো নিজের কোনো প্রডাক্ট থেকে থাকে তাহলে
সব চাইতে ভালো হবে আপনার প্রডাক্ট সোশাল মিডিয়ায় উপস্থাপন করা।
এতে প্রথম দিকে আপনার ইনকাম কম হলেও পরবর্তিতে দেখা যাবে মাসে প্রায়
৫০,০০০-৬০,০০০/- হাজার বা তার ও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। এবং এটি
মার্কেটিং এর মাধ্যমে দিন দিন বারতেই থাকবে। তাছাড়া স্টার গ্রিফ্ট এর
মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। এছাড়া লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমেও টাকা ইনকাম
করা যায়।
ব্লগার ওয়েবসাইট তৈরী করে ইনকাম
অনলাইন ইনকামের সবচাইতে দির্ঘস্থায়ী ও সহজ ইনকামের মাধ্যম হচ্ছে ব্লগার ওয়েবসাইট
থেকে ইনকাম করা।বিভিন্ন উপায়ে ব্লগার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়
যেমন-আর্টিকেল লিখে, ইমেজ আপলোড করে, ভিডিও আপলোড করে, বিভিন্ন ধরণের লোগো ডিজাইন
করে সেটা আপলোড করে এছাড়াও আরো বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়।
এইসকল কাজ করার জন্যে অবস্যই একটি ব্লগার ওয়েবসাইট থাকতে হবে। তাহলে খুব সহজেই
প্রতি সপ্তাহে ৪-৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব। তবে নতুনদের ভেতর সব থেকে সহজ
উপায় হলো আর্টিকেল লিখে ইনকাম করা। কারণ এটা সাভাবিক ভাবে বাংলা লিখতে আর পরতে
পারলেই বাংলা আর্টিকেল লিখে মাসে ৩০,০০০/- টাকা ইনকাম করতে পারবে।
আরো পড়ুনঃমেহেদী পাতা ব্যবহারের সঠিক নিয়ম
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন
প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায় নতুনদের জন্য ইনকামের সবচাইতে সহজ একটি মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটি
সহজ ভাবে বলতে গেলে অন্যের পন্য সেল করে যেই কমিশন পাওয়া হয়। তাকে অ্যাফিলিয়েট
মার্কেটিং বলে। মনে করেন অন্য কারো পন্য বা প্রডাক্ট আপনি লিংক আকারে শেয়ার করলেন
কোনো ব্যক্তি যদি ওই লিংকে ক্লিক করে ওই পন্যটি ক্রয় করে তাহলে ওই পন্যের থেকে
১০% বা ২০% বা তার বেশি পেতে পারেন।
এটা নির্ভর করে প্রডাক্ট বা কম্পানির ওপর। আপনি যদি সঠিক ভাবে নিয়মিত মার্কেটিং
করেন তাহলে প্রতি সপ্তাহে ৪,০০০/- থেকে ৫,০০০/- টাকা খুব সহজেই ইনকাম করা সম্ভব।
আপনি যদি আপনার প্রটফোলিওটি ভালো ভাবে এসিও করে নিতে পারেন এবং প্রডাক্ট
রিভিউ যদি ভালো আসে তাহলে খুব তারাতারি ইনকাম আরো বৃদ্ধি পাবে।
ইউটিউব থেকে ইনকাম
সারা বিশ্ব জুরে এখন ইউটিউব ভিডিওর চাহিদা অনেক বেশি।ইউটিউবে ভিডিও
আপলোড করে খুব দূত ইনাকাম করা যায়। তবে আরো অনেক ভাবেই ইউটিউব থেকে টাকা ইনকাম
করা যায় যেমন প্রতি সপ্তাহে 4000 হাজার টাকা ইনকাম করার উপায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি যদি চান অন্য কোনো কম্পানির প্রডাক্ট সেল করবেন
সেই ক্ষেত্রে আপনাকে ওই কম্পানির প্রডাক্ট লিংক আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে
হবে।
কিন্তু আপনি যেই কম্পানির প্রডাক্টটা স্পন্সার করবেন তার সাথে ডিল করে নিতে
হবে যে প্রতি প্রডাক্ট অনুযায়ী আপনি কত (%) নিতে চান। বা ওই কম্পানি কত (%) হলে
তার প্রডাক্ট আপনার মাধ্যমে সেল করাতে পারবেন। এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে
প্রতি মাসে ৩০,০০০-৪০,০০০/- টাকা অনায়াসেই ইনকাম করা সম্ভব।
স্পন্সারশিপের মাধ্যমে আয়ঃ স্পন্সারশিপ হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর মাঝখানে কোনো
কম্পানির নাম উল্লেখ করেন তাহলে ওই কম্পানি আপনাকে উক্ত কাজের জন্যে টাকা পে
করবে। কত টাকা পে করবে সেটা নির্ভর করবে আপনার পারফোমেন্সের ওপর। আপনার ভিডিও
দেখে কতজন লোক তার প্রডাক্ট কিনছে তার ওপর নির্ভর করবে।
ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে ভিডিও এডিটিং টা খুব ভালো ভাবে শিখতে
হবে। বিশেষ করে মোশন গ্রাফিক্স এর কাজ খুব ভালো করে শিখতে হবে। এবং যেকোনো
ভিডিও করতে হলে গুছিয়ে করতে হবে। আপনার একটা ভিডিও যদি সোশাল মিডিয়াতে
জনপ্রিয় হয়। তাহলে ওই ভিডিওতে যতদিন(Ads) চলবে ততদিন আপনার ইনকাম হতেই থাকবে।
মানুষের ফোকাস টা আপনার ভিডিওর মাঝে আনতে হবে আপনার কথা বা অভিনয়ের মাধ্যমে।
অনলাইন বিজনেস করে ইনকাম করুন
বর্তমানে অনলাইন বিজনেস করে আপনি প্রতি সপ্তাহে ৪,০০০/- টাকা খুব সহজেই ইনকাম
করতে পারবেন। অনলাইন বিজনেস অনেক ভাবেই করা যায়
যেমন-ফেসবুক,ইউটিউব,টিকটক,ইন্সটাগ্রাম,ই-কমার্স ওয়েবসাইট আরো বিভিন্ন ধরণের
প্লাটফ্রম আছে যেখান থেকে অপনি চাইলে আপনার প্রডাক্ট সোশাল মিডিয়ার মাধ্যমে
উপস্থাপন করে বিক্রি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার প্রডাক্টটি খুব সুন্দর
করে এডিটিং করে সোশাল মিডিয়ায় উপস্থাপন করতে হবে।
এছাড়া আপনি যদি নিজে একটা ই-কমার্স ওয়েবসাইড খুলে নিতে পারেন তাহলে
ইনকামটা হতে কিছুটা সময় লাগবে কিন্তু এক সময় গিয়ে দেখা যাবে প্রতি সপ্তাহে
৪,০০০/- টাকা নয় বরং তার দ্বিগুণ ও হতে পারে। আপনি যত ট্রাফিক আনতে পারবেন আপনার
ইনকাম ততো বৃদ্ধি পাবে। আর ইনকাম বৃদ্ধির জন্য আপনার প্রোফাইল বা ওয়েবসাইটটি
ভালো ভাবে এসিও করে নিতে হবে। আপনি আপনার প্রোফাইল টা যত ভালো করে এসিও
করবেন আপনার ইনকাম ততো দূত বৃদ্ধি পাবে।
সিপিএ মার্কেটিং করে ইনকাম
সিপিএ মার্কেটিং করে খুব সহজ উপায়ে প্রতি সপ্তাহে ৪-৫হাজার টাকা ইনকাম করা তার
জন্য আপনার প্রয়োজন,ফেসবুক,টিকটক,ইন্সটাগ্রাম,ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ইমেইল
অ্যাকাউন্ট।এই সব গুলা প্লাটফ্রমের মাধ্যমেই সিপিএ মার্কেটিং করা যায়। আপনার যদি
না জানা থাকে সিপিএ মার্কেটিং কি? কিভাবে এটি কাজ করে? তাহলে জেনে নিন কোনো
কম্পানির প্রডাক্ট আপনি লিংক আকারে শেয়ার করে যে ইনকাম হয় তাকে সিপিএ মার্কেটিং
বলে।
আরো পড়ুন: অ্যালোভেরা গুনাগুণ
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে সিপিএ মার্কেটিং করে ট্রাফিক বেশি আনা যায়। তাছাড়া
অনলাইনের যেকোনো প্লাটফ্রম থেকেই ট্রাফিক আনতে পারলে ইনকাম খুব দূত করা যায়। আপনি
যত ট্রাফিক আনবেন ইনকাম ও ততো বৃদ্ধি পাবে। তবে সব কিছুর পূর্বে আপনার প্রোফাইলের
এসিও টা ভালো ভাবে করতে হবে। তাহলে ইনকামটা আরো দূত বাড়বে। তাছাড়া আমরা আপনাকে
দিচ্ছি অনলাইন থেকে সিপিএ মার্কের্টিং করে কিভাবে দূত সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম
করা যায়।
মন্তব্য:প্রতি সপ্তাহে ৪,০০০ হাজার টাকা ইনকাম করুন
সপ্তাহে ৪,০০০/- টাকা ইনকাম করা খুবই সহজ কিন্তু আমাদের সঠিক গাইডলাইন এবং ধৈর্য
ধরে থাকতে হবে। এই সকল ইনকাম গুলো করতে চাইলে যে বিষয়টা আপনার বুঝতে অসুবিধা হবে
আপনি সেই বিষয় গুলোর ভিডিও ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। এছাড়া আপনি
চ্যাটজিপিটি এর থেকেও ধারণা নিতে পারেন। আপনার ইচ্ছাশক্তি যদি প্রখর থাকে তাহলে
অনলাইন থেকে অবস্যই আপনি ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে ইনকাম করা একদম সহজ একটু
পরিশ্রম আর একটু ধৈর্য ধরে থাকলে আপনি অবস্যই অনলাইন থেকে ইনকাম করতে
পারবেন।
সঠিক ভাবে ধৈর্য সহকারে আপনি যদি পরিশ্রম করেন তাহলে অনলাইন থেকে ইনকাম করা একদম
সহজ। অনেকে সঠিক গাইড লাইনের ওভাবে তার ইনকামের গন্তব্যে পৌছাতে পারে না। আমরা
আপনাকে হাতে কলমে আমাদের আর্টিকেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি অনলাইন থেকে খুব
সহজে কিভাবে ইনকাম করা যায়। কিভাবে অল্প সময়ে নিজের ক্যারিয়ার টাকে ফ্রিলান্সিং
এর মাধ্যমে সোশাল মিডিয়ায় নিজেকে উপস্থাপন করা যায়।



ছায়ানীড় ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url